মালদা

সালিশি সভায় যাওয়া নিয়ে সংঘর্ষ, জখম একই পরিবারের ৩ সদস্য

পারিবারিক বিবাদ নিয়ে গ্রামে ডাকা হয়েছিল সালিশি সভা। কিন্তু সেই সভায় হাজির হয়নি অভিযুক্তর পরিবার। অভিযুক্তকে ডাকার জন্য তার বাড়িতে গেলে আক্রান্ত হয় অন্য এক পরিবারের তিন সদস্য। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের যদুপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের কাটাগড় এলাকায়। আক্রান্ত তিনজন বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

    কাটাগড় গ্রামের বাসিন্দা তথা ঘটনায় আহত ইব্রাহিম শেখের অভিযোগ, তাঁর প্রতিবেশী রঘু শেখ কাল তার দ্বিতীয় বিবি হাজমা খাতুনকে বেধড়ক মারধর করছিল। ইব্রাহিম তখন এর প্রতিবাদ করেন। এরপর ঠিক হয় বিষয়টি নিয়ে গ্রামে সালিশি সভা বসবে। কাল রাতে নরেন্দ্রপুরে সালিশি সভা ডাকা হয়। সেখানে ইব্রাহিম এবং অভিযুক্ত রঘু ও তার পরিবারকে হাজির হতে বলা হয়েছিল। ইব্রাহিম আরও জানায়, গ্রামে সালিশি সভা বসে কিন্তু অভিযুক্ত রঘু শেখ কিংবা তার পরিবারের কেউ উপস্থিত হয়নি। তখন তারা রঘুদের বাড়ি গিয়ে তাদের ডাক দিতেই রঘুদের সঙ্গে বচসা শুরু হয়। বচসা চলাকালীন রঘু ও তার পরিবারের সদস্যরা লাঠি ও হাঁসুয়া নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমাদের চিৎকারে গ্রামবাসীরা ঘটনাস্থানে ছুটে আসেন। তাঁরাই আমাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।

    এই ঘটনায় আমিনা বিবি নামে এক গৃহবধূ জানান, এদিন রাতে তারা গ্রামের সালিশি সভায় যাচ্ছিল। মোড়লকে ডাকার কথা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা ও সংঘর্ষ হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/IoAIanEClRo